অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান ব্যাখ্যা সহ সিলেবাস ও সাজেশন
প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা, আপনারা যারা অফিস সহায়ক চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন বা অফিস সহায়ক পরীক্ষার সাজেশন খুঁজছেন তাদের জন্য আজকের লেখা। আজ আপনাদের জন্য অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান ধারাবাহিক ও সুন্দর করে গুছিয়ে দেবারে চেষ্টা করছি। বিশেষ করে অফিস সহায়ক পরীক্ষার সিলেবাস ও অফিস সহায়ক লিখিত পরীক্ষার প্রশ্ন এর ধরণ থাকবে আজকের মূল আলোচ্য বিষয়। তো চলুন শুরু করা যাক।
বিগত অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান বিশ্লেষণ করলেই মোটামুটি অফিস সহায়ক পরীক্ষার সিলেবাস সম্পর্কে ধারণা পাওয়া যায়। আমরা এখানে প্রথমে অফিস সহায়ক পরীক্ষার লিখিত পরীক্ষার বাংলা অংশের সিলেবাস আলোচনা করছি:
{tocify} Stitle={Custom Title}
অফিস সহায়ক পরীক্ষার সিলেবাস
বাংলা ব্যকরণ অংশ
অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে বিশ্লেষণের মাধ্যমে আমরা অফিস সহায়ক পরীক্ষার সিলেবাস ও অফিস সহায়ক পরীক্ষার সাজেশন করতে পারি। অফিস সহায়ক লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে সাধরণত দেখা যায় বাংলা অংশে ২০-২৫ মার্কের প্রশ্ন থাকে। বাংলা ব্যকরণের কোণ কোণ অংশ থেকে সে প্রশ্নগুলো করা হয় তা আলোচনা করা হলো।
- এক কথায় প্রকাশ।
- সন্ধি বিচ্ছেদ।
- সমার্থক শব্দ।
- বিপরীত শব্দ।
- সমাস নির্ণয়।
- বানান।
- বাক্য শুদ্ধি।
- বাগধারা থেকে অর্থ সহ বাক্য।
- কারক ও বিভক্তি নির্ণয়।
- ক্ষেত্র বিশেষ রচনা, অনুচ্ছেদ, চিঠি, আবেদন পত্র বা ভাবসম্প্রসাণ লেখা।
বাংলা সাহিত্য অংশ
অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান থেকে দেখা যায় বাংলা সাহিত্য অংশ থেকে তেমন কোনো প্রশ্ন এখানে করা হয় না। এ কারণে অফিস সহায়ক চাকরির প্রস্তুতি বা অফিস সহায়ক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে শুধু মাত্র সহিত্য ও সাহিত্যিকের নাম ছদ্মনাম , কবিতার নাম ও কবির পরিচয় বা কোন সহিত্যিক কোন পত্রিকাতে কাজ করতেন এতোটুকু জানলেই হয়।
অফিস সহায়ক পরীক্ষার সাজেশন
এক কথায় প্রকাশ
- মৃতের মতো অবস্থা যার -মুমূর্ষু।
- যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ - শ্বাপসংকুল
- যা অতি দীর্ঘ নয় - নাতি দীর্ঘ।
- যা দম করা যায় না – অদম্য।
- যা খুব শীতল বা উষ্ণ নয় – নাতিশীতষ্ণ।
- যা কষ্টে লাভ করা যায় – দুর্লভ।
- যে মেয়ের বিয়ে হয় নি- অনূঢা।
- যার কোনো উপায় নেই- নিরুপায়।
- বিশ্বজনের হিতকর- বিশ্বজনীন।
- যা দমন করা কষ্টকর - দুর্দনমনীয়।
- যার বিশেষ খ্যাতি আছে - বিখ্যাত।
- যার সর্বস্ব হারিয়ে গেছে - সর্বহারা।
সন্ধি বিচ্ছেদ
- যথেষ্ট = যথা + ইষ্ট
- দিগন্ত = দিক + অন্ত
- সংযম = সম + যম
- পরিষ্কার = পরি + কার
- নাবিক = নৌ + ইক
সমার্থক শব্দ
- কেশ = কুন্তল, অলক।
- স্বর্ণ = সোনা, কাঞ্চন।
বিপরীত শব্দ
- তস্কর - সাধু।
- লয় - সৃষ্টি।
সমাস
- নীল যে আকাশ - নীলাকাশ কোন সমাস? - কর্মধারয় সমাস।
- বিস্ময়কে আপন্ন = বিস্ময়াপন্ন কোন সমাস? - ২য়া তৎপুরুষ সমাস।
বানান
- সার্বজনিন - শুদ্ধরূপ:- সার্বজনীন।
- সমীচিন - শুদ্ধরূপ:- সমীচীন।
- দূরবস্থা - শুদ্ধরূপ:- দুরবস্থা।
- সুচিপত্র - শুদ্ধরূপ:- সূচিপত্র।
- দারিদ্রতা - শুদ্ধরূপ:- দরিদ্রতা।
বাক্য শুদ্ধি
- আকণ্ঠ পর্যন্ত ভোজন ভালো নয়। - শুদ্ধ বাক্য:- আকণ্ঠ ভোজন ভালো নয়।
- অধ্যাপনাই ছাত্রদের তপস্যা। - শুদ্ধ বাক্য:- অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
বাগধারা থেকে অর্থ সহ বাক্য
- অকূল পাথার – (ভীষণ বিপদ) = অকূল পাথারে স্রষ্টাই একমাত্র ভরসা।
- কই মাছের প্রাণ-(যা সহযে মরে না) = লোকটা এত অত্যাচারের পরও মরেনি, এ যেন কই মাছের প্রাণ।
- গোঁফ খেজুরে-(নিতান্ত অলস) = গোঁফ খেজুরে লোক দিয়ে কোনো কাজ হয় না।
- ব্যাঙের সর্দি –(অসম্ভব ঘটনা) = জেল খাটা আসামীকে জেলের ভয় দেখানো আর ব্যাঙের সর্দি একই কথা।
- মণিকাঞ্চন যোগ- (উপযুক্ত মিলন) = যেমন বর তেমন বউ। এ যেন মণিকাঞ্চন যোগ।
কারক ও বিভক্তি
বিভিন্ন কারকে সপ্তমী বিভক্তি বা এ বিভক্তির একটি করে বাক্য:
- গায়ে মানে না আপনি মোড়ল - কর্তৃকারক।
- জিজ্ঞাসিবে জনে জনে - কর্মকারক।
- চেষ্টায় সব হয় - করণ কারক।
- সৎ পাত্রে কন্যা দান - সম্প্রদান কারক।
- তিলে তৈল হয় - অপাদান কারক।
- নদীতে মাছ আছে - অধিকরণ কারক।
অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষসেবা বিভাগের লিখিত পরীক্ষাতে আসা বাংলা অংশের অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান দেওয়া হলো
শব্দার্থ লিখুন:
- অত্র – এখানে/ এ স্থানে।
- ফলশ্রুতি – পরিণাম, প্রভাব, ফলাফল।
এক কথায় প্রকাশ করুন:
- পা থেকে মাথা পর্যন্ত – আপাদমস্তক।
- আয় বুঝে ব্যয় করে যে – মিতব্যয়ী
নিম্নরেখ শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন:
- বাঘে-মহিষে এক ঘাটে জল খায়। > কর্তৃকারকে সপ্তমী বিভক্তি।
- নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। > করণ কারকে শূন্য বিভক্তি।
নিচের বাগধারা গুলোর অর্থ সহ বাক্য রচনা লিখুন:
- খয়ের খাঁ । অর্থ-চাটুকার। বাক্য- সে বড় সাহেবের খয়ের খাঁ।
- পুকুর চুরি। অর্থ- বড় রকমের চুরি। বাক্য- কিছু কর্মচারীর পুকুর চুরির জন্য প্রতিষ্ঠানটির লালবাতি জ্বলে গেছে।
- আক্কেল গুড়ুম। অর্থ- হতবুদ্ধি। বাক্য- ইঁচড়ে পাকা ছেলেটার কথা শুনে আমার আক্কেলগুড়ুম।
- শাপে বর। অর্থ- অনিষ্টে ইষ্ট লাভ। বাক্য- চাকরি চলে যাওয়ায় ব্যবসা করে সে লাখোপতি। এ যেন তার জন্য শাপে বর।
প্রশ্নগুলোর উত্তর লিখুন:
- রবীন্দ্রনাথ ঠাকুর কোন ছদ্মনামে গান লিখতেন? উত্তরঃ ভানুসিংহ।
- বীরবল কোন লেখকের ছদ্মনাম? উত্তরঃ প্রমথ চৌধুরী।
নিচের শব্দগুলোর বিপরীতার্থক শব্দ লিখ:
- উপকার- অপকার
- স্বাধীন – পরাধীন
- আলো – অন্ধকার।
অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের লিখিত পরীক্ষাতে আসা অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান দেওয়া হলো।
এক কথায় প্রকাশ করুন
- মৃতের মতো অবস্থা প্রায় – মুমূর্ষু
- যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ – শ্বাপদসংকুল
- যা অতি দীর্ঘ নয় – নাতিদীর্ঘ
নিচের বাগধারা গুলোর অর্থ সহ বাক্য রচনা লিখুন
- অর্ধচন্দ্র। (গলা ধাক্কা) = শয়তানটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দাও।
- আক্কেল সেলামী। ( নির্বুদ্ধিতার দণ্ড) = বিনা টিকিটে পার্কে গিয়ে সে আক্কেল সেলামী দিলো।
- শাপে বর।( অনিষ্টে ইষ্ট লাভ) = চাকরি চলে যাওয়ায় ব্যবসা করে সে লাখোপতি। এ যেন তার জন্য শাপে বর।
তিন দিনের নৈমিত্তিক ছুটি চেয়ে কর্তৃপক্ষ বরাবর পত্র লিখুন।
০১ জানুয়ারি ২০২৩
বরাবর
অধ্যক্ষ
হাজরাপুর মহিলা কলেজ, নেত্রকোণা।
বিষয়ঃ নৈমিত্তিক ছুটির জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, ব্যক্তিগত প্রয়োজনে আমি গত ২৯-৩১ ডিসেম্বর ২০২২খ্রি. এই তিন দিন কলেজে উপস্থিত থাকতে পারিনি।
অতএব, অনুগ্রহ করে উল্লিখিত তিন দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।
বিনীত
লিউজা কুলসুম
প্রভাষক, বাংলা বিভাগ
হাজরাপুর মহিলা কলেজ, নেত্রকোণা।
তাহলে আজকের আলোচনায় অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান সম্পর্কিত লিখিত পরীক্ষার ৩ সেট প্রশ্নের সমাধান দেওয়া হলো। সেই সাথে অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান বিষয়ক লিখিত পরীক্ষার সিলেবাস আলোচনা করা হলো এ বিষয়ে আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করেন।