কৃতবিদ্যা শব্দের ব্যাসবাক্য কি

কৃতবিদ্যা শব্দের ব্যাসবাক্য কি

কৃতবিদ্যা-শব্দের-ব্যাসবাক্য-কি

ব্যাসবাক্য কাকে বলে?

সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে সমাসবাক্য বা বিগ্রহবাক্য বা ব্যাসবাক্য বলে। অর্থাৎ, যে বাক্য সমাসের অর্থ প্রকাশ করার জন্য  ব্যবহার করা হয়, তাকে ব্যাসবাক্য বলে। যেমন: কৃতবিদ্যা = কৃত বিদ্যা যার । এখানে 'কৃত বিদ্যা যার' হলো ব্যাসবাক্য।

কৃতবিদ্যা শব্দের ব্যাসবাক্য কি?

(ক) কৃত যে বিদ্য

(খ) কৃত যে বিদ্যা

(গ) কৃত বিদ্যা যার

(ঘ) কৃত হয়েছে যার বিদ্যা

অনুগমন ব্যাসবাক্য?

(ক) গমনের পশ্চাৎ

(খ) গমনের অগ্র

(গ) অনুরূপ গমন

(ঘ) পরস্পর গমন

মহাকীর্তি এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

(ক) মহতী যে কীর্তি

(খ) মহা যে কীর্তি

(গ) মহান যে কীর্তি

(ঘ) মহান কীর্তি যার

আমরা শব্দটির ব্যাসবাক্য?

(ক) আমি, সে ও আমি

(খ) আমি, তুমি, ও সে

(গ) সে, তুমি ও আমি

(ঘ) তুমি , সে ও আমি

চাঁদমুখ এর ব্যাসবাক্য কোনটি?

(ক) চাঁদ মুখের ন্যায়

(খ) চাঁদের মত মুখ

(গ) চাঁদ মুখ যার

(ঘ) চাঁদ রূপ

ইহকাল এর ব্যাসবাক্য কি?

(ক) ইহ যে কাল

(খ) ইহ ব্যাপিয়া কাল

(গ) ইহার সদৃশ কাল

(ঘ) ইহর ন্যায় কাল

অপয়া এর ব্যাসবাক্য কি?

(ক) নেই পয় যার

(খ) নেই পয়া যার

(গ) অ পয় যার

(ঘ) অ পয়া যার

প্রপিতামহ এর ব্যাসবাক্য কি?

(ক) পিতামহের পূর্ববর্তী

(খ) পিতামহের পরবর্তী

(গ) পিতার পূর্ববর্তী

(ঘ) পিতার পরবর্তী

ক্ষুধিত পাষাণ এর ব্যাসবাক্য কি?

(ক) ক্ষুধিত যে পাষাণ

(খ) পাষান যে ক্ষুদিত

(গ) ক্ষুদিত যে পাষাণ

(ঘ) পাাষাণ যে পাষাণ

তপোবন এর ব্যাসবাক্য কি?

(ক) তপের নিমিত্ত বন

(খ) তপের নিমিত্তে বন

(গ) তপঃ নিমিত্তে বন

(ঘ) তপঃ জন্য বন

বিচিত্রকর্মা এর সঠিক ব্যাসবাক্য কি?

(ক) বিচিত্র যে কর্ম

(খ) কর্ম বিচিত্র যার

(গ) বিচিত্র কর্ম যার

(ঘ) বিচিত্র যে কর্ম

হরবোলা এর ব্যাসবাক্য কি?

(ক) হর বলে যে

(খ) হরেক কথা বলে যে

(গ) হরেক রকম বলে যে

(ঘ) হরকে বোলা

সংখ্যালঘু এর ব্যাসবাক্য কি?

(ক) সংখ্যাতে লঘু

(খ) সংখ্যায় লঘু

(গ) সংখ্যায় যারা লঘু

(ঘ) সংখ্যায় লঘু যারা

ফুলকুমারী এর ব্যাসবাক্য কি?

(ক) ফুলের ন্যায় কুমারী

(খ) কুমারী ফুলের ন্যায়

(গ) ফুল রুপ কুমারী

(ঘ) কুমারী ফুল

কৃতবিদ্য শব্দের ব্যাসবাক্য কি?

(ক) কৃত যে বিদ্য

(খ) কৃত যে বিদ্যা

(গ) কৃত বিদ্যা যার

(ঘ) কৃত হয়েছে যার বিদ্যা

রেলগাড়ি এর ব্যাসবাক্য কি?

(ক) রেল বাহিত গাড়ি

(খ) রেলের উপর চলে যে গাড়ি

(গ) রেল টানে যে গাড়ি

(ঘ) রেল ইঞ্জিনের গাড়ি

নবান্ন এর ব্যাসবাক্য কি?

(ক) নবা যে অন্ন

(খ) নব যে অন্ন

(গ) নব অন্ন যার

(ঘ) নব রূপ অন্ন

কদাচার এর ব্যাসবাক্য কি?

(ক) কু যে আচার

(খ) কদা  যে আচার

(গ) কদ যে আচার

(ঘ) কু আচার যার

ট্রয় নগরী এর ব্যাসবাক্য কি?

(ক) ট্রয়ের নগরী

(খ) ট্রয় নামক নগরী

(গ) ট্রয় জাতির নগরী

(ঘ) কোনটিই নয়

প্রতিপক্ষ এর ব্যাসবাক্য কি?

(ক) পক্ষের বিপরীত

(খ) প্রতি যে পক্ষ

(গ) বিপরীত পক্ষ

(ঘ) প্রতি পক্ষে থাকে যে

কাপুরুষ এর ব্যাসবাক্য কি?

(ক) কু যে পুরুষ

(খ) কুু পুরুষ যে

(গ) কা যে পুরুষ

(ঘ) কা পুরুষ যে

রাজপথ ব্যাসবাক্য?

(ক) পথের রাজা

(খ) রাজার পথ

(গ) রাজা নির্মিত পথ

(ঘ) রাজাদের পথ

উড়োজাহাজ এর ব্যাসবাক্য কি?

(ক)  যে জাহাজ উড়ে চলে

(খ) উড়ন্ত যে জাহাজ

(গ) উড়ে চলে যে জাহাজ

(ঘ) উড়ে যে জাহাজ

পকেটমার এর ব্যাসবাক্য কি?

(ক) যে পকেট মার

(খ) পকেট মারে যে

(গ) পকেট মারা স্বভাব যার

(ঘ) পকেট হতে মার

জনৈক এর ব্যাসবাক্য কি?

(ক)  এক যে জন

(খ)  জন যে এক 

(গ)  এক এবং জন

(ঘ) এক জন পর্যন্ত

মহাজ্ঞান এর ব্যাসবাক্য কি?

(ক) মহৎ যে জ্ঞান

(খ) মহান যে জ্ঞান

(গ) মহতী যে জ্ঞান

(ঘ) কোনোটিই নয়

চাঁদমুখ এর ব্যাসবাক্য কি?

(ক) চাঁদ মুখের ন্যায়

(খ) চাঁদের মত মুখ

(গ) চাঁদ মুখ যার

(ঘ) চাঁদ রূপ

সুশীল এর ব্যাসবাক্য কি?

(ক) সু শীল যে

(খ) শু শীল যার

(গ) সু শীল যার

(ঘ) সু সীল যে

গোবর গণেশ এর ব্যাসবাক্য কি?

(ক) গোবর বিশেষ গণেশ

(খ) গোবরে ঢাকা গণেশ

(গ) গোবরের গণেশ

(ঘ) গোবরে নির্মিত গণেশ

মহাকীর্তি এর সঠিক ব্যাসবাক্য কি?

(ক) মহতী যে কীর্তি

(খ) মহা যে কীর্তি

(গ) মহান যে কীর্তি

(ঘ) মহান কীর্তি যার

প্রাণভয় এর ব্যাসবাক্য কি?

(ক) প্রাণের ভয়

(খ) প্রাণ যাওয়ার ভয়

(গ) প্রাণের নিমিত্ত ভয়

(ঘ) কোনোটিই নয়

সোনামুখী এর ব্যাসবাক্য কি?

(ক) সোনার তৈরি মুখ

(খ) সোনার ন্যায় মুখ

(গ) সোনা তুল্য মুখ

(ঘ) সোনা রূপ মুখ

আলুনি এর ব্যাসবাক্য কি?

(ক) আলোর অভাব

(খ) লবণের অভাব

(গ) নেই আলু

(ঘ) আলু নেই যার

বিশ্ববিদ্যালয় এর ব্যাসবাক্য কি?

(ক) বিশ্বের বিদ্যালয়

(খ) বিশ্ববিদ্যার আলয়

(গ) বিশ্বস্ত আলয়

(ঘ) বিশ্ব রূপ আলয়

বর্ণচোরা এর ব্যাসবাক্য কি?

(ক) বর্ণ চুরি করে যে

(খ) বর্ণ চোরা যে

(গ) বর্ণহীন যে

(ঘ) বর্ণ হারায় যে

ট্রয় নগরীর ব্যাসবাক্য কি?

(ক) ট্রয়ের নগরী

(খ) ট্রয় নামক নগরী

(গ) ট্রয় জাতির নগরী

(ঘ) কোনটিই নয়

হংসডিম্ব এর ব্যাসবাক্য কি?

(ক) হাঁসের ডিম

(খ) হংসীর ডিম

(গ) হাঁস ও ডিম

(ঘ) হংস হতে যে ডিম

সহোদর এর ব্যাসবাক্য কি?

(ক) সমান উদর যার

(খ) সহ উদর যার

(গ) আপন ভাই বোন

(ঘ) সমান আদর যার

বীণাপাণি ব্যাসবাক্য কি?

(ক) বীণা পাণিতে যার

(খ) বীণা পানি যার

(গ) বীণা ও পানি

(ঘ) বীণা হতে পাণি

ছারপোকা এর ব্যাসবাক্য কি?

(ক) ছার পোকা যা

(খ) ছাই থেকে উৎপন্ন যে পোকা

(গ) ছার নামক পোকা

(ঘ) ছার হতে যে পোকা

অধর পল্লব এর ব্যাসবাক্য কি?

(ক) অধর পল্লবের ন্যায়

(খ) অধর পল্লব যার

(গ) অধর যার পল্লবে ভরা

(ঘ) পল্লবে ভরা অধর

অমনোযোগী শব্দের ব্যাসবাক্য কি হবে?

(ক) নয় মনোযোগী

(খ) মনোযোগের অভাব

(গ) অতিশয় মনোযোগী

(ঘ) মনের যোগ নেই, এমন

রাজর্ষি ব্যাসবাক্য কি?

(ক) যিনি ঋষি তিনিই রাজা

(খ) যিনি রাজা তিনিই ঋষি

(গ) যিনি রাজা তিনি ঋষি

(ঘ) যিনি ঋষি তিনি রাজা

মধুপ এর ব্যাসবাক্য কি?

(ক) মধু পান করে যে

(খ) যে মধু তৈরি করে

(গ) মধুু পরিমান করে যে

(ঘ) মধুর পানীয় উপাদান

তেপান্তর এর ব্যাসবাক্য কি?

(ক) তিন প্রান্তরের সমাহার

(খ) তিন প্রান্তিকের সমাহার

(গ) তে প্রান্তের সমাহার

(ঘ) তে প্রান্তরের সমাহার

মহানদী এর ব্যাসবাক্য কি?

(ক) মহান যে নদী

(খ) মহতী যে নদী

(গ) মহৎ যে নদী

(ঘ) মহীয়সী যে নদী

বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য কি হবে?

(ক) বহু ব্রীহি (ধান) আছে যার

(খ) বহু ব্রীহি (গম) আছে যার

(গ) বহু ব্রীহি (চাল) আছে যার

(ঘ) বহু ব্রীহি (আটা) আছে যার

দেখাদেখি এর ব্যাসবাক্য কি?

(ক) দেখা ও দেখি

(খ) দেখার মতো দেখা

(গ) দেখায় দেখায় যে ক্রিয়া

(ঘ) দেখা এবং দেখি

যুগান্তর ব্যাসবাক্য কি?

(ক) যুগের অন্তর

(খ) অন্য যুগ

(গ) যুগ হতে যুগ

(ঘ) যুগের পর যুগ

বর্ণচোরা এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

(ক) বর্ণ চোরা যে

(খ) বর্ণ চোর যে

(গ) যে বর্ণ চোরা

(ঘ) বর্ণ চুরি করে যে

চন্দ্রমুখ শব্দের ব্যাসবাক্য কোনটি?

(ক) চন্দ্র রূপ মুখ

(খ) চন্দ্রের ন্যায় মুখ

(গ) মুখ চন্দ্রের ন্যায়

(ঘ) চন্দ্রের মত মুখ

কুসুমকোমল এর ব্যাসবাক্য কোনটি?

(ক) কুসুম রূপ কোমল

(খ) কুসুমের ন্যায় কোমল

(গ) কুসুম কোমলের ন্যায়

(ঘ) কুসুমের মত কোমল

আমরা এর ব্যাসবাক্য কি?

(ক) আমি, সে ও আমি

(খ) আমি, তুমি, ও সে

(গ) সে, তুমি ও আমি

(ঘ) তুমি , সে ও আমি

মৃগশিশু ব্যাসবাক্য?

(ক) মৃগের শিশু

(খ) শিশুরুপ মৃগ

(গ) মৃগীর শিশু

(ঘ) শিশুর যে মৃগ

পুষ্পসৌরভ এর ব্যাসবাক্য?

(ক) পুষ্পরূপ সৌরভ

(খ) পুষ্পের সৌরভ

(গ) পুষ্পের মতো সৌরভ

(ঘ)  পুষ্প সৌরভের ন্যায়

ডাকমাশুল এর ব্যাসবাক্য কি?

(ক) ডাক ও মাশুল

(খ) ডাকের নিমিত্ত মাশূল

(গ) ডাকের জন্য মাশুল

(ঘ) মাশুলের জন্য ডাক

কানাকানি ব্যাসবাক্য?

(ক) কানের মধ্যে যে কথা

(খ) কানে কানি যে কথা

(গ) কানে কানে যে কথা

(ঘ) কানে কানে যেমন কথা

দ্বাদশ এর ব্যাসবাক্য?

(ক) দ্বা অধিক দশ

(খ) দ্বি বেশি দশ

(গ) দুই অধিক দশ

(ঘ) দ্বি অধিক দশ

গোলাপ ফুল ব্যাসবাক্য?

(ক) গোলাপি রঙের ফুল

(খ) গোলাপের ফুল

(গ) গোলাপ নামের ফুল

(ঘ) গোলাপি ফুল

আজকের আলোচনায় সমাসের ব্যাসবাক্য কাকে বলে সহ বিভিন্ন শব্দের ব্যাসবাক্য আলোচনা করা হয়েছে। সরকারি চাকরির পরীক্ষার ১১ থেকে ২০ তম গ্রেডের চাকরির জন্য যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। পোষ্টটি ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন