মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
পদ্মা বহুমুখী সেতু নির্মাণসহ ১০টি স্বপ্নের মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাচ্ছে। মেগা প্রকল্পগুলোর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল প্রকল্প, পদ্মা সেতুতে রেল সংযোগ বিশেষভাবে উল্লেখযোগ্য। আজকের আর্টিকেলে এক নজরে মেট্রোরেল প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানাব। আশা করি শেষ পর্যন্ত পড়বেন।
{tocify} Stitle={Custom Title}
মেট্রোরেল কি
মেট্রো - এর পূর্ণরূপ মেট্রোপলিটন যার বাংলা অর্থ মহানগর। তাই, মেট্রোরেল হলো মেট্রোপলিটন রেল-এর সংক্ষিপ্ত রূপ। মেট্রোরেল শুধুমাত্র বড় বড় শহর বা মহানগরের মধ্যেই যাতায়াত করে । শহরের অভ্যন্তরীণ যাতায়াতের জন্য দ্রুত গতির আধুনিক যানবাহন হলো মেট্রোরেল। মেট্রোরেলের নিরবিচ্ছিন্নতা বজায় রাখার জন্যে সাধারণত এর যাত্রাপথ উড়াল বা পাতাল হয়ে থাকে য ৷ মেট্রোরেলের আবিষ্কারক চার্লস পিয়ারসন (Charles Pearson)। ১৮৬৩ সালের ১০ জানুয়ারি লন্ডন আন্ডার গ্রাউন্ডে পৃথিবীর সর্বপ্রথম মেট্রো রেল চালু হয় যা ছিলো স্টিম ইঞ্জিনের। কিন্তু বর্তমানে বেশিরভাগ মেট্রোরেল বিদ্যুৎ চালিত।
মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান মেট্রোরেল তথ্য
মেট্রোরেলের আবিষ্কারক যুক্তরাজ্যের বিশিষ্ট নাগরিক চার্লস পিয়ারসন ১৮৩০ সালে যখন লন্ডন সিটি করপোরেশনের কাছে ভূগর্ভস্থ রেলপথের প্রস্তাব করেন তখন করপোরেশনের কর্তাব্যক্তিরা এ প্রস্তাবকে অবাস্তব মনে করেছিলেন। কিন্তু পিয়ারসনের অতিরিক্ত চাপের কাছে নতি স্বীকার করে ১৮৫৪ সালে তাঁকে অনুমতি দেওয়া হয়। ১৮৬৩ সালের ১০ জানুয়ারি যুক্তরাজ্যের প্যাডিংটন এবং ফ্যারিংডনের মধ্যে লন্ডনের আন্ডারগ্রাইন্ড ট্রেন চালু হওয়ার মধ্য দিয়ে বিশ্বের প্রথম মেট্রোরেল ব্যবস্থার যাত্রা শুরু হয়। এশিয়ার প্রথম দেশ হিসেবে জাপান মেট্রোরেল চালু করে ১৯২৭ সালে। ভারত ১৯৮৪ সালে। বর্তমান বিশ্বে ১৯২ টি শহরে মেট্রোরেল ব্যবস্থা চালু রয়েছে। বিশ্বের দীর্ঘতম পাঁচটি মেট্রোরেলের নাম (বড়-ছোট) হলো- সাংহাই মেট্রো (চীন), বেইজিং সাবওয়ে (চীন), লন্ডন আন্ডারগ্রাউন্ড (যুক্তরাজ্য), গুয়াংঝো মেট্রো (চীন), নিউইয়র্ক সিটি সাবওয়ে (যুক্তরাষ্ট্র)। এছাড়া বিশ্বের গভীরতম মেট্রোরেল স্টেশন হলো ইউক্রেনের রাজধানী কিয়েভের আর্সেনালনা। এবং বিশ্বের ব্যস্ততম মেট্রোরেল ব্যবস্থা টোকিও মেট্রো ও মস্কো মেট্রো।
মেট্রোরেল প্রকল্প
মেট্রোরেল প্রকল্প নির্মাণ ও পরিচালনায় রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং অর্থায়নকারী সংস্থা হলো জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। মেট্রোরেল প্রকল্প এর নাম হলো ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন–৬। মেট্রোরেল প্রকল্প টি বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন। মেট্রোরেল প্রকল্পটি ২০১২ সালের ১৮ ডিসেম্বর একনেকে অনুমোদন পায়। ২০১৬ সালের ২৬ জুন নির্মাণ কাজ উদ্বোধন করার পর ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের যাত্রা শুরু হয়। তবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় ২৯ ডিসেম্বর ২০২২ সালে। সার্কভুক্ত দেশের মধ্যে প্রথমে ভারত, দ্বিতীয় পাকিস্তান এবং তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে মেট্রারেল চালু হয়।
ঢাকা মেট্রোরেল
পৃথিবীর প্রায় সকল ঘনবসতিপূর্ণ বড় শহরগুলোতে মেট্রোরেল ব্যবস্থা রয়েছে। মেট্রোরেল ব্যবস্থা যানজট এড়িয়ে গণমানুষের যাতায়াতের সময় সাশ্রয়ী করে এবং দেশের অর্থনীতিতে বিশেষভাবে অবদান রাখে। এসব দিক বিবেচনায় রাজধানী ঢাকায় মেট্রোরেল চালু হওয়া একটা বৈপ্লবিক ব্যাপার।ঢাকার বুকে মেট্রোরেল উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ স্মার্ট যানবাহনের যুগে প্রবেশ করেছে। ঢাকা মেট্রোরেল এর মোট দৈর্ঘ্য ২১.২৬ কি.মি। কিলোমিটার প্রতি ৫ টাকা হারে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা ও সর্ব্বোচ্চ ভাড়া ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা মেট্রোরেল প্রকল্পের স্টেশন সংখ্যা ১৭ টি। স্টেশনগুলো উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।
মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্য
- মেট্রোরেলের আবিষ্কারক চার্লস পিয়ারসন।
- পৃথিবীতে প্রথম মেট্রোরেল ব্যবস্থা চালু হয় যুক্তরাজ্যে।
- এশিয়াতে সর্বপ্রথম মেট্রারেল চালু হয় জাপানে।
- সার্কভুক্ত দেশের মধ্যে সর্বপ্রথম মেট্রারেল চালু হয় ভারতে।
- ইউক্রেনের আর্সেনালনা পৃথিবীর গভীরতম মেট্রোরেল স্টেশন।
- পৃথিবীর বৃহত্তম মেট্রোরেল হলো চিনের সাংহাই মেট্রা।
- বাংলাদেশে মেট্রোরেলের যাত্রা শুরু হয় ২০২২ সালে।
- বাংলাদেশের মেট্রোরেলের লোগোর ডিজাইনার আলী আহসান নিশান।
- মরিয়ম আফিজা বাংলাদেশের মেট্রোরেলের প্রথম নারী চালক।
- বাংলাদেশের মেট্রোরেলে প্রথম দিন যাত্রী সংখ্যা ছিলো ৩ হাজার ৮৫৭ জন।
বিভিন্ন চাকরির পরীক্ষাতে যে সকল মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান mcq প্রশ্ন করা হয় তা ধারাবাহিকভাবে নিচে দেওয়া হলো।
সরকারি কোন প্রতিষ্ঠান মেট্রোরেল প্রকল্পের দায়িত্বে রয়েছে?
- (ক) DMTML
- (খ) DMTCL
- (গ) CMTCL
- (ঘ) CMMCL
মেট্রোরেলের দৈর্ঘ্য কত?
- (ক) ১৮.২৬
- (খ) ১৯.২৬
- (গ) ২০.২৬
- (ঘ) ২১.২৬
মেট্রোরেল অর্থায়ন করে কোন প্রতিষ্ঠান?
- (ক) জাইকা
- (খ) লাইকা
- (গ) ডিএমটিসি
- (ঘ) বিশ্বব্যাংক
মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় কবে থেকে?
- (ক) ২৯ আগস্ট ২০২১
- (খ) ২৯ আগস্ট ২০২২
- (গ) ২৫ আগস্ট ২০২১
- (ঘ) ২৫ আগস্ট ২০২২
মেট্রোরেলের স্টেশন সংখ্যা কয়টি?
- (ক) ১৫ টি
- (খ) ১৬ টি
- (গ) ১৭ টি
- (ঘ) ১৮ টি
মেট্রোরেল প্রকল্প পরিচালক এর নাম কী?
- (ক) মো. আফতাব উদ্দিন তালুকদার
- (খ) জুলফিকার ইসলাম
- (গ) রেদওয়ান রনি তালুকদার
- (ঘ) নিশাত হাওলাদার
মেট্রোরেল কবে উদ্বোধন করা হয়?
- (ক) ২৫ ডিসেম্বর ২০২২
- (খ) ২৬ ডিসেম্বর ২০২২
- (গ) ২৭ ডিসেম্বর ২০২২
- (ঘ) ২৮ ডিসেম্বর ২০২২
মেট্রোরেল নির্মাণকারী প্রতিষ্ঠান?
- (ক) DMTML
- (খ) DMTCL
- (গ) CMTCL
- (ঘ) CMMCL
মেট্রোরেলের প্রথম ট্রেন দেশে আসে কবে?
- (ক) ৩০ মার্চ, ২০২১
- (খ) ৩১ মার্চ, ২০২১
- (গ) ১৮ মার্চ, ২০২১
- (ঘ) ২৬ মার্চ, ২০২১
মেট্রোরেলের কোচগুলো তৈরি হয়েছে কোন দেশে?
- (ক) চীন
- (খ) যুক্তরাষ্ট্র
- (গ) জাপান
- (ঘ) তাইওয়ান
কোন বন্দর দিয়ে মেট্রোরেলের কোচ দেশে পৌঁছে?
- (ক) মোংলা বন্দর
- (খ) চট্টগ্রাম বন্দর
- (গ) পায়রা বন্দর
- (ঘ) কক্সবাজার বন্দর
মেট্রোরেলের প্রথম নারী চালক কে?
- (ক) মরিয়ম আফিজা
- (খ) আসমা আক্তার
- (খ) নিশাত মজুমদার
- (ঘ) রাইমা সুলতানা
মেট্রোরেলের প্রথম নারী স্টেশন অপারেটর কে?
- (ক) মরিয়ম আফিজা
- (খ) আসমা আক্তার
- (খ) নিশাত মজুমদার
- (ঘ) রাইমা সুলতানা
মেট্রোরেলের চালকের পদটির নাম কী?
- (ক) ট্রেন চালক
- (খ) ট্রেন অপারেটর
- (গ) স্টেশন অপারেটর
- (ঘ) স্টেশন কনট্রোলার
আজকের আলোচনায় মেট্রোরেল কাকে বলে বা মেট্রোরেল মানে কি, মেট্রোরেল প্রকল্প বাংলাদেশ বিষয়ে মেট্রোরেল তথ্য, মেট্রোরেলের ভাড়া, মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন বা মেট্রোরেল সম্পর্কে প্রশ্ন বা মেট্রোরেল নিয়ে প্রশ্ন, মেট্রোরেল এর দৈর্ঘ্য কত, মেট্রোরেলের অর্থায়ন, মেট্রোরেল সম্পর্কে বাক্য, ঢাকা মেট্রো রেল প্রকল্প ইত্যাদি সকল বিষয় বিস্তারিত তুলে ধরা হয়েছে। ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন।