মুজিবনগর সরকার সাধারণ জ্ঞান

মুজিবনগর সরকার সাধারণ জ্ঞান

মুজিবনগর সরকারের সাধারণ জ্ঞান বিষয়ক যে সকল প্রশ্ন চাকরির পরীক্ষাতে আসে সেগুলো হলো:- মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন? মুজিবনগর সরকারের স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের মুখ্য সচিব কে ছিলেন? মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? ইত্যাদি। প্রশ্নগুলো এমসিকিউ আকারে যেভাবে চাকরির পরীক্ষাতে আসে সেভাবে দেওয়া হলো।

মুজিবনগর-সরকার-সাধারণ-জ্ঞান

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

  • (ক) তাজউদ্দীন আহমদ
  • (খ) শেখ মুজিবুর রহমান
  • (গ) সৈয়দ নজরুল ইসলাম
  • (ঘ) এম মনসুর আলী

মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

  • (ক) শেখ মুজিবুর রহমান
  • (খ) এম মনসুর আলী
  • (গ) এ এইচ এম কামারুজ্জামান
  • (ঘ) এইচ টি ইমাম

মুজিবনগর সরকার কবে গঠিত হয়?

  • (ক) ১০ এপ্রিল
  • (খ) ১৭ এপ্রিল
  • (গ) ০৮ এপ্রিল
  • (ঘ) ১৮ এপ্রিল

মুজিবনগর সরকারের স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন?

  • (ক) তাজউদ্দীন আহমদ
  • (খ) সৈয়দ নজরুল ইসলাম
  • (গ) এ এইচ এম কামারুজ্জামান
  • (ঘ) এম মনসুর আলী

স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালযয়ের স্বাস্থ্যসচিব বা পরিচালক স্বাস্থ্য দপ্তর ছিলেন-ডাঃ টি হোসেন। 
জহুর আহ্‌মদ চৌধুরী ২৯ ডিসেম্বর ১৯৭১ তারিখ হতে স্বাস্থ্যমন্ত্রী পদে যোগদান করেন।

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

  • (ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • (খ) খালেদ মোশারফ
  • (গ) খন্দকার মোশতাক হোসেন
  • (ঘ) তাজউদ্দীন আহমদ

মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?

  • (ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • (খ) খালেদ মোশারফ
  • (গ) খন্দকার মোশতাক হোসেন
  • (ঘ) তাজউদ্দীন আহমদ

মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?

  • (ক) সৈয়দ নজরুল ইসলাম
  • (খ) এম মনসুর আলী
  • (গ) এ এইচ এম কামারুজ্জামান
  • (ঘ) খন্দকার মোশতাক হোসেন

মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন?

  • (ক) ৪ জন
  • (খ) ৮ জন
  • (গ) ৬ জন
  • (ঘ) ১২ জন

মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়?

  • (ক) মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা
  • (খ) খুলনা জেলার বৈদ্যনাথতলা 
  • (গ) যশোর জেলার বৈদ্যনাথতলা 
  • (ঘ) গোপালগঞ্জ জেলার বৈদ্যনাথতলা 

মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?

  • (ক) ১৯৭১ সালে ১৭ এপ্রিল 
  • (খ) ১৯৭১ সালে ৭ এপ্রিল 
  • (গ) ১৯৭১ সালে ১০ এপ্রিল 
  • (ঘ) ১৯৭১ সালে ১৮ এপ্রিল 

মুজিবনগর সরকার কখন গঠিত হয়?

  • (ক) ১৯৭১ সালে ১৭ এপ্রিল 
  • (খ) ১৯৭১ সালে ৭ এপ্রিল 
  • (গ) ১৯৭১ সালে ১০ এপ্রিল 
  • (ঘ) ১৯৭১ সালে ১৮ এপ্রিল 

মুজিবনগর সরকার প্রধান কে ছিলেন?

  • (ক) এ এইচ এম কামারুজ্জামান
  • (খ) খালেদ মোশারফ
  • (গ) তাজউদ্দীন আহমদ
  • (ঘ) এম মনসুর আলী

মুজিবনগর সরকারের মন্ত্রণালয় ছিল কয়টি?

  • (ক) ১০ টি
  • (খ) ১২ টি
  • (গ) ১৪ টি
  • (ঘ) ১৬ টি

মুজিবনগর সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

  • (ক) তাজউদ্দীন আহমদ
  • (খ) শেখ মুজিবুর রহমান
  • (গ) সৈয়দ নজরুল ইসলাম
  • (ঘ) এম মনসুর আলী

কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়?

  • (ক) ১০ এপ্রিল
  • (খ) ১৭ এপ্রিল
  • (গ) ১০ মার্চ
  • (ঘ) ১৭ মার্চ

মুজিবনগর সরকারের উপদেষ্টা কতজন?

  • (ক) ৬ জন
  • (খ) ৭ জন
  • (গ) ৮ জন
  • (ঘ) ৯ জন

মুজিবনগর সরকারের কয়টি মন্ত্রণালয় ছিল?

  • (ক) ১০ টি
  • (খ) ১২ টি
  • (গ) ১৪ টি
  • (ঘ) ১৬ টি

মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন?

  • (ক) তাজউদ্দীন আহমদ
  • (খ) শেখ মুজিবুর রহমান
  • (গ) সৈয়দ নজরুল ইসলাম
  • (ঘ) এম মনসুর আলী

মুজিবনগর সরকার বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে ভাগ করেন?

  • (ক) ১০ টি
  • (খ) ১১ টি
  • (গ) ১২ টি
  • (ঘ) ১৩ ‍টি

মুজিবনগর সরকারের সেনাপ্রধান কে ছিলেন?

  • (ক) জেনারেল এম. এ. জি. ওসমানী
  • (খ) এম মনসুর আলী
  • (গ) এ এইচ এম কামারুজ্জামান
  • (ঘ) খন্দকার মোশতাক হোসেন

মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?

  • (ক) এম মনসুর আলী
  • (খ) এ এইচ এম কামারুজ্জামান
  • (গ) খন্দকার মোশতাক হোসেন
  • (ঘ) খালেদ মোশারফ

মুজিবনগর সরকার কবে শপথ গ্রহণ করে?

  • (ক) ১০ এপ্রিল
  • (খ) ১৭ এপ্রিল
  • (গ) ১০ মার্চ
  • (ঘ) ১৭ মার্চ

মুজিবনগর সরকারের শিক্ষামন্ত্রী কে ছিলেন?

  • (ক) তাজউদ্দীন আহমদ
  • (খ) এম মনসুর আলী
  • (গ) এ এইচ এম কামারুজ্জামান
  • (ঘ) খন্দকার মোশতাক হোসেন

এম ইউসুফ আলী ২৯ ডিসেম্বর ১৯৭১ খ্রি. তারিখ হতে স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষামন্ত্রী হন।

মুজিবনগর সরকারের শপথ বাক্য অনুষ্ঠান পরিচালনা করেন কে?

  • (ক) আবদুল মান্নান
  • (খ) অধ্যাপক ইউসুফ আলী
  • (গ) সৈয়দ নজরুল ইসলাম
  • (ঘ) তৌফিক-ইলাহী-চৌধুরী

মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করান কে?

  • (ক) আবদুল মান্নান
  • (খ) অধ্যাপক ইউসুফ আলী
  • (গ) সৈয়দ নজরুল ইসলাম
  • (ঘ) তৌফিক-ইলাহী-চৌধুরী

মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায়?

  • (ক) ৮ নং থিয়েটার রোড, কলকাতা।
  • (খ) ৯ নং থিয়েটার রোড, কলকাতা।
  • (গ) ১০ নং থিয়েটার রোড, কলকাতা।
  • (ঘ) ১১ নং থিয়েটার রোড, কলকাতা।

অস্থায়ী সচিবালয় বা সদর দপ্তর- মুজিবনগর, মেহেরপুর।

মুজিবনগর সরকারের ত্রান ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?

  • (ক) এম ইউসুফ আলী
  • (খ) এম মনসুর আলী
  • (গ) এ এইচ এম কামারুজ্জামান
  • (ঘ) খন্দকার মোশতাক হোসেন

মুজিবনগর সরকারের ডাকটিকিটের ডিজাইনার কে ছিলেন?

  • (ক) বিমান মল্লিক
  • খ) এ এইচ এম কামারুজ্জামান
  • (গ) খন্দকার মোশতাক হোসেন
  • (ঘ) তাজউদ্দীন আহমদ

মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?

  • (ক) এম মনসুর আলী
  • (খ) শেখ মুজিবুর রহমান
  • (গ) খন্দকার মোশতাক হোসেন
  • (ঘ) ড. মোজাফফর আহমদ চৌধুরী 

মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?

  • (ক) সৈয়দ নজরুল ইসলাম
  • (খ) শেখ মুজিবুর রহমান
  • (গ) মাওলানা ভাসানী
  • (ঘ) কমরেড মনি সিংহ

মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন?

  • (ক) ক্যাপ্টেন মনসুর আলী
  • (খ) শেখ মুজিবুর রহমান
  • (গ) তাজউদ্দীন আহমেদ
  • (ঘ) খন্দকার মোশারফ

মুজিবনগর সরকারের মুখ্য সচিব কে ছিলেন?

  • (ক) মাহুবুবুল আলম চাষী
  • (খ) শেখ মুজিবুর রহমান
  • (গ) খন্দকার আসাদুজ্জামান
  • (ঘ) রুহুল কুদ্দুস

বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর হয়-

  • (ক) ১৯৭১ সালের ২৫ মার্চ হতে
  • (খ) ১৯৭১ সালের ২৬ মার্চ হতে
  • (গ)  ১৯৭১ সালের ১০ এপ্রিল হতে
  • (ঘ)  ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর হতে

মুজিবনগর দিবস কোনটি?

  • (ক) ১০ এপ্রিল
  • (খ) ১৭ এপ্রিল
  • (গ) ২৫ মার্চ
  • (ঘ) ২৬ মার্চ

মুজিবনগর সরকারের অর্থ ও বাণিজ্য মন্ত্রী ছিলেন কে?

  • (ক) এম মনসুর আলী
  • (খ) শেখ মুজিবুর রহমান
  • (গ) খন্দকার মোশতাক হোসেন
  • (ঘ) ড. মোজাফফর আহমদ চৌধুরী 

মুজিবনগর সরকারের  উপরাষ্ট্রপতি কে ছিলেন?

  • (ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • (খ) সৈয়দ নজরুল ইসলাম
  • (গ) খন্দকার মোশতাক হোসেন
  • (ঘ) তাজউদ্দীন আহমদ

আজকের আলোচনায় মুজিবনগর সরকার সাধারণ জ্ঞান আলোচনায় চাকরির পরীক্ষাতে মুজিবনগর সরকার বিষয়ক আসা সকল এমসিকিউ প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট ও শেয়ার করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন